স্ট্যান্ডার্ড চার্টার্ডের নির্বাহীর বিরুদ্ধে সমন জারি


প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৫ আগস্ট ২০১৫

১৯৯৬ সালের প্রিমিয়ার সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার কেলেঙ্কারি মামলার সাক্ষী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নির্বাহীর (সিইও) বিরুদ্ধে সমন জারি করেছে পুঁজিবাজার বিষয়ক বিএসইসি স্প্রেশাল ট্রাইব্যুনাল। মঙ্গলবার স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর এ সমন জারি করেন।
 
এদিকে, মামলার দুই সাক্ষী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এজিএম মো. রুহুল খালেক ও সিনিয়র এক্সিকিউটিভ দেলোয়ার হোসেন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। এসময় তাদের সহযোগিতা করেন বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা খান। তবে সাক্ষ্য গ্রহণের সময় ট্রাইব্যুনালে আসামি পক্ষের কেউ উপস্থিত ছিলেন না।
 
মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি একাউন্টের মাধ্যমে শেয়ার লেনদেন হয়। সে সময় বিদেশি ডেলিভারী ভার্সেস পেমেন্টের(ডিভিপি)আট কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন অনিষ্পত্তি অবস্থায় ছিল।
 
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, এ মামলার (মামলার পুরাতন নং ৩৫৯৮/৯৯, নতুন নং ২/১৫) কোম্পানিসহ পাঁচ আসামি। এরা হলেন : প্রিমিয়ার সিকিউরিটিজ লিমিটেড, কোম্পানির চেয়ারম্যান এ রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, পরিচালক সৈয়দ এইচ চৌধুরী, আনু জাহাঙ্গীর। আসামিরা ১৯৯৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানির নামে মিতা টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, বাটা সু, বেক্সিমকো ফার্মা কোম্পানির শেয়ার কারসাজি মাধ্যমে কেনা বেচা করে বিনিয়োগকারীদের ক্ষতি করে আসামিরা আর্থিকভাবে লাভবান হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ১৭ (ই) ধারা লংঘন।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।