বাণিজ্য মেলায় ঘুরছে নৌকা, মাঝে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯

চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশের সর্ববৃহৎ ও দীর্ঘমেয়াদী মেলা এটি। ইংরেজি বছরের শুরুতে মাসব্যাপী এ মেলা বছরের পর বছর ধরে বসছে রাজধানীর আগারগাঁওয়ে। তবে এ মেলা শুধু বাণিজ্য নয়, ক্রেতা-দর্শনার্থীদের বিনোদনের সুযোগ করে দিচ্ছে। প্রতিবছরই মেলার দর্শনার্থীদের বিনোদনের জন্য থাকে ব্যতিক্রম নানা উদ্যোগ। এবারও রয়েছে সে রকম কিছু উদ্যোগ। এগুলো যেমন দর্শনার্থীদের বিনোদন দিচ্ছে, তেমনি বাড়িয়ে দিচ্ছে মেলার সৌন্দর্য।

এ রকম একটি উদ্যোগ মেলার ভেতরে লেক এবং সেই লেকে ভেসে বেড়াচ্ছে নৌকা। মেলার প্রধান ফটক দিয়ে প্রবেশ করে সামনে অগ্রসর হলেই চোখে পড়বে এ লেক। বঙ্গবন্ধু প্যাভিলিয়ন ঘেঁসে পূর্বদিকে তৈরি করা হয়েছে লেকটি। সেই লেকের পানিতে ভেসে বেড়াচ্ছে বেশ কয়টি নৌকা। চারদিকে ভেসে বেড়ানো ছোট ছোটে নৌকার মাঝেই রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি।

লেকের পাশেই রয়েছে ফুলের বাগান। এ দৃশ্য সহজেই আকৃষ্টি করছে দর্শনার্থীদের। অনেকেই সেই ফুলের বাগান ও লেকের পাশে দাঁড়িয়ে ভেসে থাকা নৌকা দেখছেন। কেউ কেউ দলবদ্ধভাবে দাঁড়িয়ে সেই দৃশ্যের সঙ্গে নিজেদের ছবি ক্যামেরাবন্দি করে নিচ্ছেন। আবার কেউ কেউ মেতে উঠছেন সেলফিতে।

DITF-2

ফার্মগেট থেকে তিন বান্ধবী মিলে ঘুরতে আসা রাইসাকে দেখা যায় লেকের পাশে থাকা ফুল বাগানের পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে। তিনি বলেন, ‘মেলার মধ্যে বিনোদনের বেশকিছু ব্যবস্থা করা হয়েছে। লেকের মধ্যে ভেসে বেড়াচ্ছে নৌকা এবং তার পাশেই রয়েছে দৃষ্টিনন্দন ফুলের বাগান। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। যার মাথা থেকেই এ আইডিয়া বের হয়েছে তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমার কাছে এ দৃশ্য খুব ভালো লেগেছে। তাই নিজেকে এমন দৃশ্যের সামনে দাঁড় করিয়ে কয়েকটি ছবি তুলে নিলাম।’

রাইসা আরও বলেন, ‘রাজধানীতে বিনোদনের খুব একটা জায়গা নেই। যে জায়গাগুলো আছে তার বেশির ভাগেরই পরিবেশ খুব একটা ভালো না। দিন দিন পুরোপুরি যান্ত্রিক শহরে রূপান্তরিত হচ্ছে রাজধানী ঢাকা। আর বিনোদনহীন পরিবেশের মানুষগুলো বেড়ে উঠছে যন্ত্রের মতো। এ পরিবেশ থেকে নতুন সমাজকে রক্ষা করতে হবে। নতুন প্রজন্ম যাতে পর্যাপ্ত বিনোদনের সুযোগ পায় তার ব্যবস্থা করতে হবে।’

সেলফি তোলা রাশেদুল ইসলাম নামে এক যুবক বলেন, ‘সামনে ফাঁকা মাঠ। তার পাশেই ফুলের বাগান। সেই ফুলের বাগান ঘেঁসে স্বচ্ছ পানির লেক। সেই লেকের মাঝে প্রধানমন্ত্রীর ছবি। প্রধানমন্ত্রীর সেই ছবি ঘিরে লেখে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা। এটি অসাধারণ একটি দৃশ্য। এমন দৃশ্যে চোখের সামনে, আর সেই দৃশ্যের সঙ্গে নিজের একটি সেলফি তুলব না- তা কি করে হয়? সুযোগ থাকলে লেখে নেমে নৌকাও ছুঁয়ে দেখে আসতাম।’

এমএএস/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।