বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে সোনার বাংলা ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯

গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল সোনার বাংলা ইন্স্যুরেন্স। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।

শেয়ার মূল্য বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩ কোটি ২২ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১২ কোটি ৬৪ লাখ টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ৪৫ দশমিক ১৯ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ১২ টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৯ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২৭ টাকা।

সোনার বাংলা ইন্স্যুরেন্সের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল ‘জেড’ গ্রুপের কোম্পানি মেঘনা পেট। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম বাড়ে ২৫ দশমিক ৯০ শতাংশ। এরপরই রয়েছে জেড গ্রুপের আরেক প্রতিষ্ঠান বিচ হ্যাচারি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৩ দশমিক ৭৪ শতাংশ।

এ ছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা ফারইষ্ট নিটিংয়ের দাম বেড়েছে ২১ দশমিক ৭৯ শতাংশ, জেড গ্রুপের মেঘনা কনডেন্সড মিল্কের ২১ দশমিক ৪৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ২০ দশমিক ১৫ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২০ দশমিক ১০ শতাংশ, জেড গ্রুপের আরেক প্রতিষ্ঠান সোনারগাঁও টেক্সটাইলের ১৯ দশমিক ৮৩ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ৬৯ শতাংশ এবং প্রিমিয়ার ব্যাংকের ১৭ দশমিক ৯৩ শতাংশ ।

এমএএস/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।