বাণিজ্য মেলায় ব্লেজারে ‘ফাটাফাটি’, ‘গোল্ডেন’ অফার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেয়া ব্লেজার বিক্রির স্টলে চলছে বিভিন্ন অফার। এর মধ্যে ‘ফাটাফাটি’ও ‘গোল্ডেন’ অফারই বেশি চলছে। অফার দু’টির আওতায় এক পিস ব্লেজার বিক্রি করা হচ্ছে ১৩০০-১৮০০ টাকায়।

মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টলের বিক্রিয় কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, অফারের আওতায় থাকা ব্লেজার সব চেয়ে বেশি বিক্রি হয়। সেজন্য এবার মেলার প্রথম থেকেই বিভিন্ন স্টল ‘ফাটাফাটি’ ও ‘গোল্ডেন’ অফার দেয়া শুরু করেছে। অফারের বাহিরেও বিভিন্ন দামের ব্লেজার রয়েছে স্টলগুলোতে। বিভিন্ন রঙ ও সাইজের এসব ব্লেজার চার হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন ক্রেতারা।

মেলা ঘুরে দেখা গেছে, বেশকয়েকটি ব্লেজার ও স্যুট বিক্রির প্রতিষ্ঠান রয়েছে এবারের মেলায়। এরমধ্যে বেশিরভাগই অপরিচিত ব্র্যান্ডের। রাজধানীর নীলক্ষেত, এলিফ্যান্ট রোড, মিরপুর, ভাসানটেক, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রতিষ্ঠান মেলায় ব্লেজারের পসরা সাজিয়ে বসেছে। প্রতিটি স্যুটে অন্যান্য সময়ের তুলনায় ৪০০-৬০০ টাকা পর্যন্ত মূল্যছাড় দেয়া হচ্ছে।

DITF-blazer-

ক্রেতা ও বিক্রেতাদের অভিমত, বর্তমানে পোশাক হিসেবে তরুণ-তরুণীদের পছন্দের গুরুত্বপূর্ণ একটি অংশ দখল করে নিয়েছে ব্লেজার। সব ঋতুতেই ব্লেজারের চাহিদা রয়েছে। তবে শীতে স্টাইলিশ হিসেবে ব্লেজারের কদর তুলনামূলক বেশি। পুরুষ ক্রেতাদের পাশাপাশি নারীরাও ফরমাল পোশাক হিসেবে স্যুট ও ব্লেজারে আগ্রহ দেখাচ্ছেন। বিষয়টি মাথায় রেখেই বাণিজ্য মেলায় বাহারি স্যুট, কোট-ব্লেজার নিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান।

মেলায় ‘ফাটাফাটি’ অফার দিয়ে ১৩০০ টাকায় ব্লেজার বিক্রি করছে এমন একটি প্রতিষ্ঠান আশিক ফ্যাশন। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী মো. রুবেল বলেন, ‘স্টলে ১৩০০ থেকে চার হাজার টাকা দামের বিভিন্ন কোয়ালিটির ব্লেজার বিক্রি হচ্ছে। আছে মোদি কোট এবং বিভিন্ন ধরনের কটি। সব পণ্যের মান খুব ভালো।’

তিনি বলেন, ‘গত বছরের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছি ক্রেতারা অফারের আওতায় থাকা ব্লেজারই বেশি কিনেন। এ কারণে প্রথম দিন থেকেই আমরা ১৩০০ ও ১৮০০ টাকার ফাটাফাটি অফার দেয়া শুরু করেছি। মেলায় ১৩০০ টাকায় যেসব ব্লেজার বিক্রি হচ্ছে, বাহিরে এর দাম দুই হাজার টাকার নিচে হবে না। অফারের বাহিরে থাকা ব্লেজারও আমরা বাহিরের থেকে কম দামে দিচ্ছি।’

DITF-blazer-

মেলায় দাম কম নেয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘মেলায় প্রতিযোগী বেশি। এছাড়া বাহিরের তুলনায় বিক্রিও বেশি। সে কারণেই কম লাভ, বেশি সেল নীতি অবলম্বন করা হচ্ছে। এতে পিস প্রতি লাভ কম হলেও বেশি বিক্রি হওয়ায় মোট লাভ বেড়ে যাচ্ছে।’

‘গোল্ডেন’ অফার দিয়ে ১৭০০ টাকায় ব্লেজার বিক্রি করছে দেশ কালেকশন। স্টলটির বিক্রয়কর্মী মো. জহিরুল বলেন, ‘গোল্ডেন অফারের আওতায় বিভিন্ন সাইজ ও রঙের ব্লেজার রয়েছে। অফারের আওতায় থাকলেও এ ব্লেজারগুলোর মান খুব ভালো। বাহিরে এ ব্লেজার তিন হাজার টাকার নিচে পাওয়া যাবে না। অফারের বাহিরেও স্টলে বিভিন্ন দামের ব্লেজার রয়েছে। সব ব্লেজারের মানই বেশ ভালো।’

DITF-blazer-

বিক্রি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মেলার প্রথম দিন থেকেই বিক্রি শুরু হয়েছে। গোল্ডেন অফারও দেয়া হচ্ছে প্রথম থেকেই। অফারের ব্লেজার তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে। তবে বিক্রি এখনো সেভাবে জমেনি। আমাদের ধারণা মেলার শেষ দশ দিন ভালো বিক্রি হবে। গত বছর মেলার শেষ দুইদিন ক্রেতা সামাল দিতেই হিমশিম খেতে হয়েছে। এবারও ওই রকমই হবে বলে আশা করছি।’

মেলা থেকে ১৩০০ টাকা দিয়ে ব্লেজার কেনা তিতুমীর কলেজ শিক্ষার্থী রোমেল বলেন, ‘ব্লেজার যে কোনো সময় পরা যায়। বন্ধুদের পার্টিতে ব্লেজার ছাড়া গেলে একটু বেমানান মনে হয়। আগে ব্লেজার না পরলেও এখন ব্লেজার ছাড়া চলতে পারি না। মেলায় ঘুরতে এসে ব্লেজারের অফার দেখে কিনেছি। দাম ১৩০০ টাকা হলেও সহজে বোঝা যাবে না এটি কম দামের ব্লেজার।’

এমএএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।