বাণিজ্য মেলায় স্পাইডারম্যান!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

সিনেমার স্পাইডারম্যানের জনপ্রিয়তা কে না জানে। মাকড়সার মতো এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে লাফিয়ে চলা সেই স্পাইডারম্যানকে যদি সামনাসামনি দেখা যায় বা হাতের কাছে পাওয়া যায় তাহলে সেলফি তুলতে বা ছবি তুলতে কার না মন চায়। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে দেখা গেছে সেই দৃশ্য।

বাণিজ্য মেলার প্রাঙ্গণে অবস্থিত ইটালিয়ান প্যাভিলিয়নের সামনে স্পাইডারম্যানের সঙ্গে ছবি ও সেলফি তোলার দৃশ্য দেখা যায়। নারী-পুরুষ, শিশু, যুবক-যুবতি সবাই আছে সে দলে। এমনকি স্পাইডারম্যানের সঙ্গে ছবি তুলতে হুড়োহুড়ি করতেও দেখা গেছে।

Spiderman-2

আগ্রহীদের নিরাশ না করে স্পাইডারম্যানও তার সঙ্গে ছবি তোলার সুযোগ করে দিচ্ছেন। তবে এই স্পাইডারম্যান সিনেমার সেই স্পাইডারম্যান নয়। এই স্পাইডারম্যান হলেন বাঙালি এক যুবক! স্পাইডারম্যানের পোশাক পরে মানুষকে আনন্দ দেয়াই যার কাজ।

ছবি তোলার এক ফাঁকে স্পাইডারম্যানের কাছে তার পরিচয় জানতে চাওয়া হলে জাগো নিউজকে তিনি বলেন, ‘আপনি তো জানেনই আমার নাম স্পাইডারম্যান। মানুষের উপকার করাই আমার কাজ। তবে বাণিজ্য মেলায় আমি এসেছি মানুষকে আনন্দ দেয়ার জন্য। যারা সিনেমার স্পাইডারম্যানকে পছন্দ করেন তারা আমার সঙ্গে ছবি তুলছেন। এতে তারা যেমন আনন্দ পাচ্ছেন, আমারও খুব ভালো লাগছে।’

স্পাইডারম্যানের সঙ্গে ছবি তোলা ফোউজিয়া নামের একজন বলেন, ‘স্পাইডারম্যান আমার খুব প্রিয়। সিনেমার স্পাইডারম্যান মানুষের কল্যাণের জন্য কাজ করে। বাণিজ্য মেলায় স্পাইডারম্যান দেখতে পাব ভাবিনি। তাই সামনাসামনি স্পাইডারম্যানকে পেয়ে তার সঙ্গে ছবি তোলার লোভ আর সামলাতে পারলাম না। হোক না নকল তারপরও তো স্পাইডারম্যান!’

Spiderman-3

নাঈম হাসান নামের আরেকজন বলেন, ‘রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখি স্পাইডারম্যান! প্রথমে একটু অবাকই হয়েছিলাম। কাছে গিয়ে দেখি স্পাইডারম্যান বাংলা বলে, বাংলা বোঝে! সিনেমার স্পাইডারম্যানের সঙ্গে ছবি তোলার সুযোগ না পেলেও বাঙালি স্পাইডারম্যানের সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করে নিলাম। খুব ভালো লাগছে।’

তিনি বলেন, ‘যারা বাণিজ্য মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য এমন সুযোগ করে দিয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। এমন ছোটখাটো উদ্যোগ বাণিজ্য মেলা সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। এখানে যারা ছবি তুলছে তারা সবাই জানে এটা সিনেমার স্পাইডারম্যান না, তারপরও বিনোদনের জন্য তারা স্পাইডারম্যানের সঙ্গে ছবি তুলছেন।’

এমএএস/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।