গাইবান্ধা-৩ আসনে রোববার বন্ধ থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯

গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনে ভোট হবে ২৭ জানুয়ারি (রোববার)। এ উপলক্ষে ওইদিন নির্বাচনী এলাকার সব ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপরিভিশন এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের গাইবান্ধা-৩ নির্বাচনী এলাকায় ২৭ জানুয়ারি নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকার তফসিলি ব্যাংকগুলোর সব শাখা বন্ধ থাকবে।’

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় এ আসনে ভোট স্থগিত করা হয়েছিল। গত ১৯ ডিসেম্বর (বুধবার) রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ফজলে রাব্বী চৌধুরী।

পরে ২০ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) এ আসনের ভোট স্থগিত করে। ফলে ৩০ ডিসেম্বর ওই আসনে ভোট হয়নি।

এসআই/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।