সোমবার থেকে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ


প্রকাশিত: ০৪:৫২ এএম, ১৪ অক্টোবর ২০১৪

সোমবার সকাল থেকে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে আছে। ভঙ্গুর ও বেহাল রাস্তার কারণে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ বলে জানা গেছে।

আখাউড়া পৌরশহরের নারায়ণপুর বাইপাস সড়ক এলাকায় আটকে আছে বন্দরগামী প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, প্রায় এক বছর ধরে সড়কের বিভিন্ন অংশের বেহাল অবস্থা। ভঙ্গুর রাস্তা পারাপার হতে গিয়ে প্রতিদিনই পণ্যবাহী ট্রাক খাদে পড়ছে। কর্তৃপক্ষের অবহেলার কারণে বন্দরের আমদানি-রফতানি ব্যবসায় ধস নেমেছে।

তিনি আরো বলেন, অবিলম্বে সড়ক সংস্কার করা না হলে আমদানি-রফতানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

জানা যায়, ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের নারায়ণপুর এলাকায় সোমবার ভোর ৪টার দিকে একটি পণ্যবাহী ট্রাক ভঙ্গুর সড়ক অতিক্রম করার সময় ট্রাকের এক্সেল ভেঙে সড়কের খাদে পড়ে যায়।

এসময় সড়কের উভয়দিক বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে বন্দরের প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, সড়কের ওই স্থানের মাটি সরে যাওয়ায় জায়গাটি ভেঙে যায় এবং খানাখন্দ সৃষ্টি হয়। সড়কের মেরামত করতে আমাদের লোকজন ঘটনাস্থলে পৌঁছেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।