রানা প্লাজা ধসে পঙ্গু শ্রমিকদের পণ্য বাণিজ্য মেলায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯

২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে প্রায় ১ হাজার ১৪০ জন পোশাক শ্রমিকের মৃত্যু হয়। প্রাণে না মরলেও সেই দুর্ঘটনায় আহত হন আরও অনেকে। তারা এখন পঙ্গু অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছেন। এসব ভাগ্য বিড়ম্বিতদের মধ্য থেকে ২০ জন প্রশিক্ষণ নিয়ে তৈরি করছেন পাটজাতীয় পণ্য।

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য রয়েছে একটি স্টল। সেখানে পাওয়া যাচ্ছে তাদের তৈরি পাটের নানা ধরনের ব্যাগ জাতীয় পণ্য।

সাভারের হেমায়েতপুরে অবস্থিত বিউটিফুল ওয়ার্কের কর্ণধার আফজাল হোসেন জাগো নিউজকে বলেন, ‘স্টলে যত ধরনের পণ্য দেখা যাচ্ছে, সবগুলোই রানা প্লাজা ভবন ধসের সময় আহতদের হাতে তৈরি।’

দুর্ঘটনার শিকার এই মানুষগুলো যাতে প্রশিক্ষণ নিতে পারে সেজন্য বিভিন্ন সময় আর্থিক সহায়তাও দেয়া হয়েছে বলে জানান তিনি।

আফজাল হোসেন জানান, ‘বর্তমানে বিউটিফুল স্টোর ফাউন্ডেশন ও পিস ফাউন্ডেশন রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ২০ শ্রমিকের পুনর্বাসনের কাজ করে যাচেছ। এ জন্য তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এখন তারা নিজেরাই পাটজাতীয় পণ্য তৈরি করতে পারেন। আর এসব পণ্য বিক্রি করে যা লাভ হয়, সেটার অংশও তাদের মধ্যে ভাগাভাগি করা হয়।’

পিডি/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।