বাড়ল পেট বোতল-ফ্লেক্স রফতানিতে নগদ সহায়তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৭ জানুয়ারি ২০১৯

পেট বোতল-ফ্লেক্স থেকে উৎপাদিত পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) রফতানিতে নগদ ভর্তুকি বা অর্থসহায়তা পাঁচ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুসারে ২০১৮-১৯ অর্থবছরে জাহাজিকৃত পেট বোতল-ফ্লেক্স রফতানির বিপরীতে পাঁচ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ হারে রফতানি ভর্তুকি প্রযোজ্য হবে।

এছাড়া পেট বোতল-ফ্লেক্স রফতানির বিপরীতে ভর্তুকি পরিশোধ-সংক্রান্ত সকল সার্কুলার/সার্কুলারপত্রের নির্দেশনা যথারীতি বহাল থাকবে বলে জানানো হয়।

এসআই/এমএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।