মোটরসাইকেল আমদানি করবে এটলাস বাংলাদেশ


প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৩ আগস্ট ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এটলাস বাংলাদেশ লি. ১০ হাজার মোটরসাইকেল আমদানি করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এটলাস বাংলাদেশ সাইকেল আমদানিসহ কারিগরি সহায়তার জন্য সম্প্রতি চিনের বিখ্যাত চংকিং জনসেন গ্রুপের সঙ্গে এক বছরের চুক্তি করেছে।  সাইকেল আমদানিতে ব্যয় হবে সাড়ে ৬ মিলিয়ন ডলার। এখন থেকে ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি বিভিন্ন মডেলের আকর্ষনীয় ডিজাইনের মটরসাইকেল বাজারজাত করবে এটলাস বাংলাদেশ।

উল্লেখ, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।