ট্রেডমার্ক আইন ২০১৪ খসড়া অনুমোদন


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১৩ অক্টোবর ২০১৪

ট্রেডমার্ক (সংশোধন) আইন ২০১৪ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। আইনটি পাস হলে ট্রেডমার্ক সংক্রান্ত মামলা নিষ্পতিতে ৩৬০ কার্যদিবস সময় পাওয়া যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ব্রিফিংয়েং এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এ অইনটি ১৯৪০ সালে করা হয়েছিল। নতুন করে ট্রেডমার্ক আইন  করা হয়েছিল ২০০৯ সালে। এটি সংশোধন করে এখন নতুনভাবে করা হচ্ছে।

তিনি আরও জানান, ট্রেডমার্ক সংক্রান্ত মামলা নিষ্পতির সময়সীমা বর্তমান আইনে ১২০ দিন। কিন্তু ১২০ দিনে মামলাটি নিষ্পত্তি  করা যায় না। এটি নিষ্পত্তি করতে সাতটি ধাপ অতিক্রম করতে হয়। সেই হিসেবে মামলা নিষ্পতি করতে তিনশ কার্যদিবসের প্রয়োজন হয়। বর্তমান সংশোধনীতে মামলা নিষ্পত্তির সময়সীমা ৩৬০ কার্যিদবস করার প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভা তা অনুমোদন দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।