নিত্যপণ্যের এলসিতে অগ্রাধিকার দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

সরবারহ নিশ্চিত করতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঋণপত্র (এলসি) খুলতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক।

গত ২৭ ডিসেম্বর এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, আমদানিযোগ্য পণ্যের এলসি খোলায় অগ্রাধিকার দেয়ার জন্য ব্যাংকগুলোকে আগেই সাধারণ নির্দেশনা দেয়া রয়েছে। স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এসব পণ্যের আমদানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় অনুসরণীয় বিধি বিধান পরিপালন সাপেক্ষে এলসি খোলার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য অনুমোদিত ডিলার ব্যাংক শাখাগুলোকে নির্দেশনা প্রদানের পরামর্শ দেয়া হয়।

এসআই/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।