১৩ দিন পর বাংলাবান্ধায় আমদানি-রফতানি শুরু


প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৩ অক্টোবর ২০১৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর ১৩ দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে সেখান দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। ফলে বন্দরে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

ঈদ, পূজা ও সাপ্তাহিক ছুটির কারণে গত ৩০ সেপ্টেম্বর থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিল। বাংলাদেশ, ভারত ও নেপালের আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা যৌথভাবে বন্ধের এই সিদ্ধান্ত নেন।

বাংলাবান্ধা স্থলবন্দরের সহকারী কমিশনার মো. আবদুল আলীম বলেন, টানা প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।