অ্যাকর্ড বন্ধ করল আরও ৪ গার্মেন্ট কারখানা


প্রকাশিত: ০৫:৩১ এএম, ০৮ জুলাই ২০১৪

ইউরোপীয় ক্রেতা জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশের (অ্যাকর্ড) পরিদর্শনে বড় ধরনের ত্রুটির কারণে আরও ৪ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। রাজধানীর ইব্রাহিমপুরে একটি ভবনেই এই চারটি কারখানা অবস্থিত। এগুলো হচ্ছে, জয়া ফ্যাশন, চেরি প্রাইভেট লিমিটেড, ফ্লোরেন্স ফ্যাশন ও আলটিমেট ফ্যাশন্স।

অ্যাকর্ডের সুপারিশ যাচাই করে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে অ্যাকর্ডের পরিদর্শনে ২১টি কারখানা বন্ধ হয়েছে। অন্যদিকে বাকি ৩টি কারখানা বন্ধ হয়েছে উত্তর আমেরিকার ক্রেতা জোট অ্যালায়েন্সের পরিদর্শনে। পর্যালোচনা কমিটির সদস্য বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ভবনটির কাঠামো ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি পাওয়া গেছে। পরে পর্যালোচনা কমিটি এটি অনিরাপদ বলে মত দিয়ে কারখানাগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।