৩০-৩১ ডিসেম্বরে বিমানের টিকিট ‘সোনার হরিণ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ এএম, ১৭ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ও তার পরের দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর বছরের শেষ দিনে এয়ারলাইন্সের অভ্যন্তরীন রুটে কোনো সিট পাওয়া যাচ্ছে না।

উল্লেখিত দু’দিন বাংলাদেশ থেকে বিদেশি রুটগুলোতেও একই অবস্থা। বেশিরভাগ দেশি বা বিদেশি এয়ারলাইন্সের সিট খুব বেশি খালি নেই বলে জানিয়েছেন অভ্যন্তরীন ও আন্তর্জাতিক রুটে চলা একাধিক এয়ারলাইন্সের কর্মকর্তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আশরাফুল আলম জাগো নিউজকে বলেন, প্রতি বছর ডিসেম্বর মাসে টিকিটের সঙ্কট থাকে। কারণ এ মাসে বাচ্চাদের ছুটি থাকায় অনেকে বেড়াতে যান দূরে কোথাও। তাই আগেই টিকিট কেটে রাখেন সবাই। যে কারণে পুরো ডিসেম্বরে টিকিটের সঙ্কট থাকে।

তিনি বলেন, এ বছরের জাতীয় নির্বাচন এ মাসে নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচনের মাসে বিমানে যাত্রী চাহিদা বেড়েছে। ৩০ ও ৩১ ডিসেম্বর সিট সঙ্কটের কারণ হয়তো ‘থার্টিফার্স্ট’। আবার অনেকে ভোট দিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিয়ে রেখেছেন আগে থেকেই।

এয়ারলাইন্স সূত্র জানায়, ইকোনমি ক্লাসের টিকিট মোটামুটি শেষ। তবে বিজনেস ক্লাসের টিকিট পাওয়া যাচ্ছে। তবে ইকোনমি বা বিজনেস ক্লাসের কিছু টিকিট মিললেও তা কিনতে গেলে উচ্চমূল্য পরিশোধ করতে হচ্ছে। তবে এ দুই তারিখে দেশের বাইরে থেকে আসতে টিকিটের উচ্চমূল্য পরিশোধ করতে হচ্ছে না।

এ বিষয়ে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের মুখপাত্র নিলাদ্রী মহারত্ব বলেন, কেবল ডিসেম্বরের উক্ত দুইদিন এয়ারলাইন্সের টিকিট সঙ্কট- বিষয়টা এমন নয়, ডিসেম্বর-জানুয়ারি দু’মাসই চলছে আসন সঙ্কট।

খোঁজ নিয়ে জানা যায়, ইংরেজি নববর্ষ বরণ করতে আগে থাইল্যান্ড বা আশপাশের কয়েকটি দেশের টিকিট নিয়ে কাড়াকাড়ি হতো। এবার পরিস্থিতি কিছুটা বদলে গেছে। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে যেতে সহজে টিকিট মিলছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও রিজেন্ট এয়ারওয়েজ, নভো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, তার্কিশ, এয়ার এরাবিয়া, এয়ার এশিয়া, ফ্লাই দুবাই ও ইতিহাদের বিভিন্ন রুটে ৩০ ও ৩১শে ডিসেম্বরের টিকিট বিক্রি প্রায় শেষ।

ইতিহাদ, কাতার ও এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট খুঁজে দেখা যায়, ৩০ ডিসেম্বর রাতের টিকিটের মূল্য সবচেয়ে বেশি। এ ছাড়া ৩১শে ডিসেম্বর সারা দিনের টিকিটের মূল্যও অনেক বেশি। এসব তারিখে কানাডা, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে ইকোনমি ক্লাসে ওয়ানওয়ে ভাড়া পড়ছে লাখ টাকার ওপরে। এমিরেটস এয়ারলাইন্সে সবচেয়ে ভাড়া বেশি।

এসকে এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্টের স্বত্বাধিকারী কবির হোসেন জানান, অনেকে টিকিট কেনেননি, তবে খোঁজ-খবর রাখছেন। কথা বলে রেখেছেন ২৫ ডিসেম্বর বা তারও পরে টিকিট কাটবেন। তাই টিকিট সঙ্কট আরও বাড়তে পারে।

আরএম/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।