জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেল ১৬ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫২ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

নিজ নিজ শিল্প-কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের উৎকর্ষতা সাধনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানসহ ১৬টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭’ দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে অবস্থিত বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে স্বীকৃতির ক্রেস্ট তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শিল্পখাতে বিশেষ অবদানের জন্য এবার পঞ্চমবারের মতো এ পুরস্কার দেয়া হয়েছে। ২০১৭ সালের জন্য ৬ ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এনভয় টেক্সটাইলস এবং বিএসআরএম স্টিলস। এ তিনটি প্রতিষ্ঠানের পুঁজিবাজারে তালিকাভুক্ত।

মাঝারি শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে- অকো-টেক্স, বিআরবি পলিমার এবং ন্যাসেনিয়া লিমিটেড। ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে- প্রিমিয়াম সুইটস বাই সেন্ট্রাল, মেটাটিউড এশিয়া এবং আলীম ইন্ডাস্ট্রিজ।

মাইক্রো শিল্প ক্যাটাগরিতে খান বেকেলাইট প্রোডাক্টস এবং ট্রিম ট্যাক্স বাংলাদেশকে পুরস্কৃত করা হয়েছে। কুটির শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে- অধরা পার্লার অ্যান্ড স্পা ট্রেনিং সেন্টার এবং প্রীতি বিউটি পার্লার।

আর রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লি. এবং ন্যাশনাল টিউবস লিমিটেডের পাশাপাশি করিম জুট মিলসকে পুরস্কৃত করা হয়েছে ।

শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এনপিওর পরিচালক এসএম আশরাফুজ্জামান। এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএএস/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।