অগ্রণী ব্যাংকে কর্মী অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৮

ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অযাচিত হস্তক্ষেপের কারণে অগ্রণী ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সর্বশেষ বার্ষিক হিসাব সমাপনী ভাতা না দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ব্যাংকের কর্মীরা। রোববারের (৮ ডিসেম্বর) মধ্যে ভাতার বিষয়টি নিশ্চিত না হলে কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছেন ব্যাংকটির কর্মচারী ইউনিয়ন (সিবিএ) নেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবছর ব্যাংকের হিসাব সমাপনী দিনে অতিরিক্ত সময় কাজ করার জন্য কর্মকর্তা ও কর্মচারীদেরকে ভাতা দেয়া হয়। এ বছর ভাতা দেয়া হবে না বলে জানিয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বৃহম্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কক্ষের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীসহ সিবিএ নেতারা। ঘণ্টাব্যাপী কর্মসূচি পালনের পর রোববারের মধ্যে ভাতার সার্কুলার জারির দাবি করা হয়।

হিসাব সমাপনী ভাতা না দেয়ার সিদ্ধান্তের বিষয়টি স্বীকার করে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শামসুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ব্যাংকের খরচ কমানোর জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। শুধু তাই নয়, আমাদের নিজেদের বিভিন্ন ব্যয়, যাতায়াত, ইলেক্ট্রনিকসহ অন্যান্য খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছি। এর মূল কারণ ব্যয় কমিয়ে ব্যাংকের আয় বাড়ানো। আমাদের আর্থিক অবস্থা ভালো হলে কর্মীদের ভালো বোনাস দিতে পারব।’

তিনি আরও বলেন, ‘অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক গত বছর যেখানে কর্মীদের দুটি থেকে আড়াইটি বোনাস দিয়েছে, আমরা সেখানে কর্মীদের সাড়ে তিনটি বোনাস দিয়েছি। ভাতার চেয়ে বোনাস ভালো। তাই কর্মীদের ভালোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছি।’

কর্মী অসন্তোষের বিষয়ে জানতে চাইলে এমডি বলেন, ‘তারা কোনো আন্দোলন বা বিক্ষোভ করেনি। কিছু ভুল বোঝাবুঝির কারণে কর্মীরা এ বিষয়ে দাবি করেছিল। এটি আমাদের নিজস্ব বিষয়। আমরা নিজেরাই এটি সমাধান করব।’

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের সিবিএ সভাপতি নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘প্রতিবছর হিসাব সমাপনী শেষে আমাদের এক হাজার টাকার একটি ভাতা দেয়া হয়। ১৯৭২ সাল থেকে এ ভাতা চালু আছে। দেশের সব ব্যাংকই এ ভাতা দেয়। এ বছর হঠাৎ করে এমডি এ ভাতা বন্ধ করে দিয়েছেন। এ জন্য আমরা বৃহস্পতিবার বিকেলে এমডির কার্যালয়ের সামনে প্রতিবাদ করেছি।’

তিনি বলেন, ‘ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছ থেকে আমরা শুনেছি আগামী রোববার এ বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে সার্কুলার জারি করা হবে। যদি সার্কুলারে ভাতার বিষয়টি নিশ্চিত করা না হয় তাহলে আমরা এমডির ওপর চাপ সৃষ্টি করতে কঠোর আন্দোলনে যাব। কারণ এটি আমাদের ন্যায্য দাবি।’

এসআই/এসআর/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।