সিএসইতে চালু হলো দুইটি নতুন সূচক


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১২ অক্টোবর ২০১৪

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ নতুন দুইটি সূচক চালু করেছে। আজ রোববার সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে সূচক দুটি চালুর ঘোষণা দেন সিএসইর চেয়ারম্যান মো. আবদুল মজিদ।

নতুন চালু করা সূচক দুইটি হলো সিএসই শরিয়াহ সূচক (সিএসআই) ও সিএসই৫০ বেঞ্চমার্ক সূচক (সিএসই৫০)। এ নিয়ে সিএসইতে মোট সূচকের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে। অন্য তিনটি সূচক হলো সিএসই৩০, সিএসসিএক্স ও সিএএসপিআই।

সিএসইর চেয়ারম্যান বলেন, নতুন দুই সূচক চালুর মাধ্যমে বিনিয়োগকারীরা সুচিন্তিতভাবে বিনিয়োগ করতে পারবে। শরীয়াহ সূচকে ১৭টি খাতের ইসলামী শরীয়াহ ভিত্তিক ৬৩টি কোম্পানি থাকবে। আর সিএসই৫০ সূচকে থাকবে ১৩টি খাতের নির্বাচিত ৫০টি কোম্পানি। শরীয়াহ সূচকের ভিত্তি পয়েন্ট ধরা হয়েছে ১ হাজার ৯২ পয়েন্ট ৫৯। আর সিএসই৫০ সূচকের ভিত্তি পয়েন্ট ধরা হয়েছে ১ হাজার ১৭৩ পয়েন্ট ৮৫।

সিএসই সূত্রে জানায়, এ দুটি সূচক ভারতীয় প্রতিষ্ঠান ইনডেক্স সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্ট লিমিটেড এবং তাকাওয়া অ্যাডভাইজরি অ্যান্ড শরিয়াহ ইনভেস্টমেন্ট সলিউশন নামের দুটি প্রতিষ্ঠানের সহায়তায় চালু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।