মুহূর্তেই দেশে আসবে প্রবাসীদের রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩ এএম, ২৮ নভেম্বর ২০১৮

প্রবাসীরা এখন থেকে মুহূর্তের মধ্যে ও স্বল্প খরচে ওয়ার্ল্ড রেমিটের ডিজিটাল সিস্টেমের মাধ্যমে ব্র্যাক ব্যাংক ও মোবাইল ব্যাংকিং বিকাশে রেমিটেন্স পাঠাতে পারবেন।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈশ্বিক রেমিটেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড রেমিটের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে নতুন এ সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাজ্যভিত্তিক ডিজিটাল মানি ট্রান্সফার কোম্পানি ওয়াল্ড রেমিটের অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহার করে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে ১৪৫টি দেশের রেমিটেন্স পাঠানো যায়। এখন ব্র্যাক ব্যাংক ও বিকাশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড রেমিট বাংলাদেশেও সেবা চালু করলো। এতে ব্র্যাক ব্যাংকের ১৫ লাখ অ্যাকাউন্টধারী ও বিকাশের ৩ কোটি মোবাইল ব্যাংক অ্যাকাউন্টধারীরা রেমিট্যান্সের অর্থ গ্রহণ করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের ১৮৬টি শাখা ও ৩০টি এসএমই অফিসের মাধ্যমে টাকা গ্রহণ করা যাবে। প্রবাসীরা তুলনামূলক কম খরচে আত্মীয়জনদের কাছে রেমিট্যান্স পাঠানোর সুযোগ পাবেন।

সেবা চালুর অনুষ্ঠানে ওয়ার্ল্ড রেমিটের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তামের ইএল-ইমারি, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর প্রমুখ উপস্থিত ছিলেন।

কামাল কাদির বলেন, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স দেশে আসবে। নির্দেশনা অনুযায়ী বিকাশ গ্রাহকের অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেবে।

তামের ইএল-ইমারি বলেন, স্বল্প খরচে দ্রুত ও নিরাপদে অর্থ প্রেরণ করা যায় ওয়ার্ল্ড রেমিটের মাধ্যমে। সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম হওয়ায় এখানে খরচ অনেক কম।

তিনি জানান, যুক্তরাজ্য থেকে অন্য মাধ্যমে অর্থ পাঠালে ৫ শতাংশের মতো খরচ হয়। কিন্তু ওয়ার্ল্ড রেমিটে সেই খরচ মাত্র দেড় শতাংশ।

এসআই/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।