বাংলাদেশে হাই-টেক ইন্ডাস্টিতে বিনিয়োগে চীনের ২০ কোম্পানির আগ্রহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৮

বাংলাদেশের হাই-টেক ইন্ডাস্টিতে বিনিয়োগ করতে চীনের ২০টি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার চীনের স্যানডং প্রদেশের দিঝউ সিটির এই ২০ কোম্পানির প্রায় ৩৫ জন প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের।

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশে সরাসরি বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম। তিনি বাংলাদেশের হাই-টেক ইন্ডাস্টিতে বিনিয়োগের অপার সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ যে ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে তার পরিসংখ্যানভিত্তিক উপস্থাপনা করেন তিনি।

হোসনে আরা বেগম বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বৈদেশিক সরাসরি বিনিয়োগ (এফডিআই) ক্রমবর্ধমানভাবে বেড়ে চলেছে। চীনা কোম্পানিগুলো এই সুযোগ কাজে লাগাতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যে কালিয়াকৈরে উৎপাদিত পণ্য বিদেশে রফতানি শুরু হয়েছে। শিগগিরই সেখানে ল্যাপটপ অ্যাসেম্বলিং শুরু করবে। এখানে নামেমাত্র মূল্যে জমি লিজ দেয়া হচ্ছে। এ ছাড়া বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রণোদনা সুবিধা দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

high-2

সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িতব্য সিলেট ইলেকট্রনিক সিটি প্রকল্পের পরিচালক ব্যরিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, সিলেটে বাস্তবায়নাধীন প্রকল্পেও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। চীনা প্রতিষ্ঠানগুলো এখানে বিনিয়োগ করলে সব ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ প্রস্তুত।

অন্যান্য প্রকল্পের পরিচালকরা তাদের প্রকল্প এলাকায় বিনিয়োগের পরিবেশ এবং সুবিধার বিষয়গুলো সভায় চীনা প্রতিনিধিদের সমনে তুলে ধরেন।

চীনা কোম্পানিগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের প্রবৃদ্ধির অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন, চীন এখন বিশ্বের বড় অর্থনৈতিক শক্তি। বাংলাদেশের উন্নয়নের সহযাত্রী হতে তারা আন্তরিকভাবে কাজ করতে ইচ্ছুক।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ড.খন্দকার আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এখন অনলাইন ওয়ানস্টপ সার্ভিস চালু করেছে। কাজেই চীনা কোম্পানিগুলো বিনিয়োগ করতে চাইলে খুব সহজে এবং দ্রুত সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করতে সদা প্রস্তুত।

এএস/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।