ইউএসএইডের প্রকল্পে দেয়া হলো কর অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮ পিএম, ২২ নভেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের অর্থায়নে বাংলাদেশে পরিচালিত বিভিন্ন প্রকল্পের জন্য পণ্য সরবরাহ বা সেবাগ্রহণের ক্ষেত্রে মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত ২০ নভেম্বর রাজস্ব আদায়কারী এ সংস্থাটির প্রথম সচিব (মূসকনীতি) হাছান মুহম্মদ তারেক রিকাবদার স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ কর অব্যহতি দেয়া হয়।

এ আদেশে বলা হয়, কর অব্যহতির বিষয়টি গত ১২ নভেম্বর হতে কার্যকর হবে। তবে কোনো প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তৎসংশ্লিষ্ট অব্যাহতি কূপন প্রত্যায়ন করা যাবে না।

এমইউএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।