আহসান খান চৌধুরী বাপা’র সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৮ আগস্ট ২০১৫

বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এর নতুন কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের (প্রাণ অ্যাগ্রো লি.) উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী। মঙ্গলবার বাপার উপদেষ্টা প্রফেসর মোসলেম উদ্দিন দুই বছর মেয়াদী (২০১৫-১৭ সাল) নতুন নির্বাচিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

এদিকে বাপা’র নতুন সভাপতি পদে আয়ুর্বেদিয় ফার্মাসী (ঢাকা) লিমিটেডের চেয়ারম্যান এএফএম ফখরুল ইসলাম মুন্সি এবং সাধারণ সম্পাদক পদে রাজ কামাল ফুড প্রোডাক্টস এর প্রোপাইটর মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে মেসার্স বনফুল অ্যান্ড কোং এর ম্যানেজিং পার্টনার এম এ মোতালেব এবং কোষাধ্যক্ষ ইজি কুক ফুড প্রসেসিং লিমিটেডের চেয়ারম্যান জিয়া হায়দার মিঠু নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটি অন্যান্য সদস্যরা হলেন-
বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের হেড অব মার্কেটিং ডি ডি ঘোষাল, মেসার্স রমনী কনজুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী মো. নুরুল মঈন মিনু, ফারহান অ্যাগ্রো প্রসেসর এর স্বত্বাধিকারী নাজমুল হক, মেসার্স স্বরনিকা এন্টারপ্রাইজের প্রোপাইটার মাসুদুর রহমান, ইটিসি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী একরামুল ইসলাম, মেরিডিয়ান ফুডস্ লিমিটেডের চেয়ারম্যান কোহিনুর কামাল, প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেডের চেয়ারম্যান মো. এনামুল হাসান খান, এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল মাজেদ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (রফতানি) খুরশীদ আহমাদ ফরহাদ, এসিআই ফুডস লিমিটেডের বিজনেস ডাইরেক্টর অনুপ কুমার সাহা।

এসআই/এসকেডি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।