কর মেলায় রাজস্ব আয়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৪ পিএম, ১৯ নভেম্বর ২০১৮

>> আয় হয়েছে ২ হাজার ৪৬৮ কোটি টাকা
>> রিটার্ন জমা ৪ লাখ ৮৯ হাজার
>> সারাদেশে সেবা নিয়েছেন প্রায় ১৬ লাখ করদাতা
>> কর অফিসে মেলার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ

সপ্তাহব্যাপী আয়কর মেলায় রেকর্ড রাজস্ব আদায় হয়েছে। এবারের মেলায় ২ হাজার ৪৬৮ কোটি টাকার রাজস্ব এসেছে, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৩৫ শতাংশ বেশি। মেলার পরিবেশের কারণে এ রেকর্ড রাজস্ব আদায় করা গেছে। কর অফিসগুলোতেও এ পরিবেশ বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।

রাজধানীর অফিসার্স ক্লাবে সোমবার আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে এ নির্দশনা দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এনবিআর চেয়ারম্যান জানান, এবারের মেলায় রিটার্ন জমা দিয়েছেন ৪ লাখ ৮৯ হাজার করদাতা, যা গত বছরের চেয়ে ৪৫ শতাংশ বেশি। নতুন করে করের আওতায় (ই-টিআইএন) এসেছেন প্রায় ৪০ হাজার গ্রাহক, যা গত বছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি। সব মিলিয়ে সারাদেশে সেবা নিয়েছেন প্রায় ১৬ লাখ করদাতা।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, এবারের মেলায় রাজস্ব আদায়ের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কর অঞ্চল ও সার্কেল অফিসেও করদাতারা একই পরিবেশে রিটার্ন দাখিল করবেন। আর রিটার্ন জমা নেয়ার ক্ষেত্রে কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি সহ্য করা হবে না।

tax-home

তিনি আরও বলেন, আয়কর সপ্তাহ একটি সৃজনশীল উদ্যোগ। এবারও সেবা দেয়ার ক্ষেত্রে অতীতের প্রবণতা বজায় থাকবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।

এনবিআরের তথ্য অনুযায়ী, নবম আয়কর মেলায় ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ২৫১ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৬৭৪ টাকা বেশি। সে হিসাবে এবারের মেলায় রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ১১ দশমিক ৩৫ শতাংশ। মেলায় রিটার্ন দাখিল করেছেন ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ জন করদাতা। গত বছরের চেয়ে এবার ১ লাখ ৫২ হাজার ৮৬টি বেশি রিটার্ন জমা পড়েছে। সে হিসাবে রিটার্ন দাখিলে প্রবৃদ্ধি ৪৫ দশমিক ৩৩ শতাংশ।

এদিকে এবারের মেলায় ই-টিআইএন নিয়েছেন ৩৯ হাজার ৭৪৩ জন। এ সংখ্যা গত বছরের চেয়ে প্রায় ১০ হাজার বেশি। নিবন্ধন নেয়ার প্রবৃদ্ধি ৩৫ দশমিক ৮৫ শতাংশ। সব মিলিয়ে এবারের মেলায় সেবা নিয়েছেন ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ জন করদাতা। সেবা গ্রহীতায় প্রবৃদ্ধি প্রায় ৪০ শতাংশ।

এছাড়া এবারের মেলায় অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ৩ হাজার ৭৭০ জন করদাতা। আর ই-পেমেন্টে ১ হাজার ১৬০ জন করদাতা ১ কোটি ৪৮ হাজার ৬৫৮ টাকার কর জমা দিয়েছেন। এনবিআর বলছে, সব মিলিয়ে সপ্তাহব্যাপী আয়কর মেলা ঘিরে সারাদেশের করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ছিল উৎসবমুখর পরিবেশও।

এমএ/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।