সেরা সমিতি ‘বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১২ নভেম্বর ২০১৮

জাতীয় পর্যায়ে সেরা সমিতি হিসেবে দুটি সম্মাননা পেয়েছে বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি। সোমবার সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সমিতিকে সরকার কর্তৃক জাতীয়ভাবে ‘শ্রেষ্ঠ সমবায় সমিতি-২০১৬’ এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ‘সেরা করদাতা’ হিসেবে মনোনীত করা হয়।

এ প্রসঙ্গে সমিতির চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম ও সম্পাদক রজব আলী বলেন, প্রতিষ্ঠালগ্ন হতে বর্তমান পর্যন্ত সব নির্বাচিত প্রতিনিধির অক্লান্ত পরিশ্রমের কারণেই একই বছরে জাতীয় পর্যায়ে দুটি পুরস্কার অর্জন সম্ভব হয়েছে।

সমিতির এ সম্মান অর্জন করায় বাংলাদেশ ব্যাংকের সব গভর্নর, ডেপুটি গভর্নর এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ককরেন তিনি। সমিতিকে এ সম্মানে ভূষিত করায় সরকার এবং জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানান তিনি।

এসআই/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।