শিরীন শারমিনকে এফবিসিসিআই`র অভিনন্দন


প্রকাশিত: ১১:১০ এএম, ১১ অক্টোবর ২০১৪

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড: শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) । কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন (সিপিএ)-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শনিবার এফবিসিসিআইএর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বাংলাদেশী হিসেবে সিপিএ’র চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্পিকার ড: শিরীন শারমিন চৌধুরী যেমন নিজেকে গৌরবান্বিত করেছেন তেমনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন। ১৯৭৩ সালে সংগঠনটির সদস্যপদ প্রাপ্তির পর এত দ্রুত সময়ে বাংলাদেশ প্রার্থীর চেয়ারম্যান নির্বাচিত হওয়া জাতির জন্য একটি বিরল অর্জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন (সিপিএ)-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দেশের আন্তর্জাতিক যোগাযোগ ও সম্পর্ক সম্প্রসারনের ক্ষেত্রেও স্পিকার ড: শিরীন শারমিন চৌধুরী বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে এফবিসিসিআই দৃঢ়ভাবে আশা প্রকাশ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।