চামড়ার ভাগ্য নির্ধারণ রোববার


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১১ অক্টোবর ২০১৪

আগামী রোববার চামড়ার ভাগ্য নির্ধারণ। বিদেশি ক্রেতাদের সঙ্গে ট্যানারি মালিকদের ওইদিন বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে নির্ধারিত হবে চামড়ার মূল্য। ক্রেতারা বেশি দামে চামড়া কিনতে রাজি হলে ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনবেন। তাই ওই দিন নির্ধারিত হবে চামড়ার ভাগ্য।   

কোরবানির ঈদের আগে সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। কিন্তু, সরকারের নির্ধারিত দামের চেয়েও বেশি দাম দিয়ে মৌসুমি ব্যবসায়ী এবং আড়তদাররা চামড়া কিনেছেন। সেই চামড়া এখন তারা বিক্রি করতে পারছেন না। কারণ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কিনতে রাজি নন ট্যানারি মালিকরা। তাই বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ী এবং আড়তদাররা।   

মৌসুমি ব্যবসায়ী এবং আড়তদাররা বলছেন, ট্যানারি মালিকরা চামড়া না কিনলে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন। এতে পথে বসে যাবেন অনেকেই।   ট্যানারি মালিকরা বলছেন, বেশি দাম দিয়ে চামড়া কিনলে তারাও এগুলো বিক্রি করতে পারবেন না। তাই তাদের এখন কিছুই করার নেই। তবে সরকার নির্ধারিত মূল্যে যারা চামড়া বিক্রি করতে রাজি হচ্ছেন, তাদের কাছ থেকে চামড়া কিনছেন তারা।   

চামড়ার দাম নিয়ে সৃষ্ট সংকট সম্পর্কে মার্ক লেদার কমপ্লেক্সের পরিচালক মনির হোসেন জানান, আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম অনেক কমে গেছে। তাই তারা বেশি দাম দিয়ে চামড়া কিনতে রাজি নন। বেশি দামে কিনলে তাদেরকে লোকসান দিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।