এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৪ নভেম্বর ২০১৮

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন মো. শফিকুল ইসলাম ভরসা। তিনি সংগঠনটির একজন পরিচালক।

রোববার এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটি জানায়, বর্তমান সভাপতি ও সহ-সভাপতির অনুপস্থিতিতে মো. শফিকুল ইসলাম ভরসা ৪ নভেম্বর থেকে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

শফিকুল ইসলাম দেশের একজন উল্লেখযোগ্য করদাতা। ২০০৮ সালে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের ‘সেরা করদাতা’নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি বেশ কয়েক বছর ‘কমার্শিয়ালি ইমপর্টেন্ট পারসন’ (সিআইপি) নির্বাচিত হয়েছেন।

ভরসা বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এফবিসিসিআইয়ের একজন পরিচালক। দীর্ঘ সময় তিনি পেপার আমদানি এবং ট্রেডিং ব্যবসায় জড়িত।

শফিকুল ইসলাম ‘ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের’পরিচালক। এছাড়াও তিনি ‘ভরসা কনজ্যুমার প্রোডাক্টস্’ নামেও ব্যবসা পরিচালনা করছেন।

এসআই/এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।