রংপুরে রিজেন্ট এয়ারওয়েজের নিজস্ব বিক্রয়কেন্দ্র

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৩ নভেম্বর ২০১৮

আকাশপথের আভ্যন্তরীণ রুটে যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে রংপুরে নিজস্ব বিক্রয়কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। রংপুর মহানগরের আর. কে. রোডে পর্যটন মোটেলের পাশে চালু হয়েছে নতুন এই বিক্রয়কেন্দ্রটি।

রিজেন্ট এয়ারওয়েজেন পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) সোহেল মজিদ বৃহস্পতিবার কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার শাহীন আহমেদ এবং রিজেন্টের পিএসআই জহিরুল হক এবং স্থানীয় ট্রাভেল এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোহেল মজিদ বলেন, রংপুর এবং এর আশপাশের জেলার যাত্রীরা ট্রাভেল এজেন্সির পাশাপাশি রিজেন্টের উক্ত বিক্রয়কেন্দ্র থেকেই সরাসরি টিকেট কিনতে পারবেন। এ ছাড়া স্থানীয় ট্রাভেল এজেন্সি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও সেবা প্রদান করা হবে এই বিক্রয়কেন্দ্র থেকে।

আগামী ১১ নভেম্বর থেকে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন দুইটি ফ্লাইট পরিচালনা করবে রিজেন্ট এয়ারওয়েজ।

আরএম/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।