২৯ শতাংশ মুনাফা বেড়েছে অ্যামাজনের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৬ অক্টোবর ২০১৮

ক্লাউড ব্যবসা বাড়ায় অ্যামাজনের আয়ে চমক এসেছে তৃতীয় প্রান্তিকেও। এই প্রান্তিকে মুনাফা ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে। গত বছর একই প্রান্তিকে আয় ছিল ৪৩ দশমিক ৭ বিলিয়ন ডলার।

এই সময়ে প্রতিষ্ঠানটির পরিচালন আয় বেড়ে দাঁড়িয়েছে ৩৭০ কোটি ডলার, যা আগের বছর একই সময়ে ছিল ৩৪ কোটি ৭০ লাখ ডলার।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস বলেন, অ্যামাজনের ব্যবসা এখন বার্ষিক ১০ বিলিয়ন ডলারের বিক্রয় হারে পৌঁছেছে এবং আটটি দেশের বেসরকারি-সরকারি খাতে বিভিন্ন সংস্থাকে সেবা দিচ্ছে।

তিনি বলেন, আমরা কখনো আয়ের দিক দিয়ে নিচে নামছি না। আমরা দ্রুত নতুন নতুন গ্রাহক তৈরি করতে পারছি। এমনকি বড়বড় শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকারসহ বিভিন্ন সংস্থাকে যুক্ত করেছি।

অ্যামাজন বছরের চতুর্থ প্রান্তিকে তাদের আয় ৬৬ দশমিক ৫ বিলিয়ন ডলার বাড়িয়ে ৭২ দশমিক ৫ বিলিয়ন ডলার টার্গেট করেছে।

অ্যামাজন তৃতীয় প্রান্তিকে তাদের ইকো স্মার্ট স্পিকারের নতুন একটি ডিভাইসের সঙ্গে পরিচয় করে দিয়েছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি নতুন একটি এইচডি ৮ ট্যাবলেট এনেছে। যেটাতে রয়েছে ৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর, ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডে বাড়ানো যাবে ৪০০ জিবি পর্যন্ত। ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। সঙ্গে একটি অ্যালেক্সা ফ্রিও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আরএম/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।