বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে নর্দান জুট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৯ অক্টোবর ২০১৮

গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল ‘জেড’গ্রুপের প্রতিষ্ঠান নর্দান জুট ম্যানুফ্যাকচারিং। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।

শেয়ার মূল্য বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে নর্দান জুটের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ২৪ দশমিক ৬৮ শতাংশ। টাকার অংকে বেড়েছে ১০২ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫১৯ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪১৭ টাকা।

নর্দান জুটের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল ‘জেড’গ্রুপের আর এক প্রতিষ্ঠান বিচ হ্যাচারি। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ। এর পরেই ছিল রিপাবলিক ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৭ দশমিক ৪৫ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা ‘জেড’গ্রুপের প্রতিষ্ঠান ইমারেল্ড ওয়েলের ১৭ দশমিক ২৪ শতাংশ, আলহাজ টেক্স টাইলসের ১৪ দশমিক ৩১ শতাংশ, জেড গ্রুপের আর এক প্রতিষ্ঠান ইনফরমেশন সার্ভিসেসের ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ১২ দশমিক ৬৪ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ৪৪ শতাংশ, ‘জেড’গ্রুপের প্রতিষ্ঠান কে অ্যান্ড কিউ’র ১২ দশমিক শূন্য ৭ শতাংশ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ১১ দশমিক ৪৯ শতাংশ এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১১ দশমিক ১৬ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/এনডিএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।