নড়িয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যাংকগুলোকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৮

শরীয়তপুরের নড়িয়ায় সম্প্রতি পদ্মা নদীর ভাঙনের ক্ষতিগ্রস্তদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় সহায়তা করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি পদ্মা নদীর ভাঙনের শিকার হয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কয়েক হাজার বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিত এলাকার মানুষ সীমাহীন দুর্দশার মাঝে দিন কাটাচ্ছে। এ অবস্থায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।

এসআই/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।