আইডিয়াল রিয়েল এস্টেটের সদস্যপদ বাতিল করল রিহ্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১১ অক্টোবর ২০১৮

আইডিয়াল রিয়েল এস্টেট লিমিটেডের সদস্যপদ বাতিল করেছে আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

প্লট ও ফ্ল্যাট ক্রেতা এবং ভূমির মালিকদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রিহ্যাবের পরিচালনা পর্ষদের ১৬তম সভায় এই সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার সংগঠনটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন) স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলে এখন থেকে আইডিয়াল রিয়েল এস্টেট রিহ্যাব সদস্যপদ সম্বলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ ‘রিহ্যাব সদস্য’ পরিচয়ে কোথাও কোন সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবেন না।

উল্লেখ্য, প্লট-ফ্ল্যাট ক্রেতা এবং ভূমি মালিকদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময় রিহ্যাব থেকে ১৩টি কোম্পানিকে বহিষ্কার করা হয়। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা লক্ষ্যে সবার জন্য কাজ করে যাচ্ছে রিহ্যাব।

এসআই/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।