ব্যাংক ডাকাতি : নিহতদের পরিবারকে সোনালী ব্যাংকের অনুদান


প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৩ আগস্ট ২০১৫

সাতক্ষীরায় ব্যাংক ডাকাতি প্রতিরোধের সময় নিহত দুই আনসারের পরিবারকে দশ লাখ টাকা অনুদান দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড।

সম্প্রতি ব্যাংকের কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) আওতায় নিহত আনসার পরিবারকে এ অনুদান প্রদান করা হয় বলে ব্যাংকটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ ২৫ হাজার টাকা করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
 
উল্লেখ্য, গত ১৪ জুলাই দিবাগত রাত্রে সোনালী ব্যাংকের সাতক্ষীরার কলারোয়া শাখায় ডাকাতির সময় দুইজন আনসার সদস্য প্রতিরোধ করলে ঘটনাস্থলেই তাদের হত্যা করে ডাকাতরা।
 
এসআই/এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।