অর্থনৈতিক উন্নয়নে স্থিতিশীল পরিবেশ দরকার


প্রকাশিত: ১১:২০ এএম, ১৩ আগস্ট ২০১৫

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, শুধু অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। অশুভ শক্তিকে রুখে দিয়ে সবাই মিলে দেশের কল্যাণে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার খুলনা নগরীর হোটেল সিটি ইন-এ ‘শুল্ক মূল্যায়ন, শ্রেণিবিন্যাস এবং রুলস অব অরিজিন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ক্রমবর্ধমান রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, কাস্টমস প্রশাসনকে আধুনিকীকরণ এবং স্টকহোল্ডারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মংলা কাস্টম হাউস এ কর্মশালার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যত বেশি নিজের প্রতি আস্থাশীল হতে পারবো ততই আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পরিচিতি পাবো। সেদিক থেকে সঠিক নেতৃত্ব থাকায় আমরা আস্থাশীল। কয়েক বছর যাবৎ বাংলাদেশের জিডিপি মোটামুটি ছয় ভাগে স্থিতিশীল থাকা অনেক দেশের কাছেই ঈর্ষণীয়।

তিনি আরো বলেন, এ অবস্থা ধরে রাখতে আমরা যেন সঠিক নিয়মে ট্যাক্স দেই এবং শুল্ক বিভাগের সঙ্গে অনাহুত বিবাদে জড়িয়ে না পড়ি। যৌক্তিকভাবে ট্যাক্স নির্ধারণ করতে হবে। করদাতাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করদানে উৎসাহিত করে। রাষ্ট্রকে ক্ষতিগ্রস্থ করার মানসিকতা পরিহার করতে হবে।   

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) সুলতান মো. ইকবাল, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিপি মো. একরামুল হাবীব এবং খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক। সভাপতিত্ব করেন মংলা কাস্টম হাউস কমিশনার ড. মোহা. আল আমিন প্রামাণিক। স্বাগত বক্তৃতা করেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো. জামাল হোসেন।

কর্মশালায় জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তি) মোহাম্মদ এহতেশামুল হক ‘শুল্ক মূল্যায়ন’ বিষয়ে, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (শুল্ক) মো. নেয়াজুর রহমান ‘শ্রেণিবিন্যাস’ বিষয়ে এবং রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট-এর অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসেন ‘রুলস অব অরিজিন’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় বক্তারা বলেন, ইতোমধ্যে বিভিন্ন ঘটনায়  শুল্ক বিভাগে বিপুল সংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগ নেয়া হয়েছে। ২০১৪ সালে এনবিআর অল্টারনেটিভ ডিসপুট রেগুলেশনস আইন করেছে, এতে ৩ সদস্যের সমন্বয়ে সালিশের মাধ্যমে তাৎক্ষণিক বিবাদ নিষ্পত্তি করা হবে।

আলমগীর হান্নান/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।