সূচকের সঙ্গে কমেছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও দরপতনে শেষ হয়েছে লেনদেন। দিন শেষে সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পারিমাণ। কমেছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।
বৃহস্পতিবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে চার হাজার ৮০৮ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস এক পয়েন্ট কমে এক হাজার এক ৯১ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে।
দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৬০৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ১২ কোটি টাকা কম। গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৬১৫ কোটি টাকা।
ডিএসইতে তিনশ ২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৯টির দাম বেড়েছে, কমেছে ১৭৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৮ পয়েন্ট কমে আট হাজার ৯শ ৯৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক দুই পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪১৬ পয়েন্টে এবং সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১১২ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৮৩ লাখ টাকার।
এসআই/এএইচ/পিআর