যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্ব অর্থনীতির শীর্ষে চীন


প্রকাশিত: ০৬:০৫ এএম, ০৯ অক্টোবর ২০১৪

বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের দিন শেষ। এই দেশটিকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ এখন চীন। বর্তমানে চীনের অর্থনীতির মূল্য ১৭.৬ ট্রিলিয়ন ডলার । যা যুক্তরাষ্ট্রের চেয়ে দশমিক ২ ট্রিলিয়ন ডলার বেশি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের অর্থনীতির মূল্য ১৭.৪ ট্রিলিয়ন ডলার।

আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) এক হিসাবে এই তথ্য বেরিয়ে এসেছে। আইএমএফ মনে করছে, গত কয়েক দশক ধরে শিল্পায়নের মাধ্যমে চীনের সম্পদ দ্রুত হারে যে ভাবে বৃদ্ধি পেয়েছে তাতে বিশ্ব অর্থনীতির এ শীর্ষস্থান চীন ধরে রাখতে পারবে।

প্রায় ১৫০ বছর বিশ্ব অর্থনীতিতে শীর্ষ অবস্থান ধরে রাখতে পারলেও শেষ পর্যন্ত চীনের কাছে যুক্তরাষ্ট্রের অবস্থান খোয়াতে হলো। আর এর সঙ্গে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্যের অবসান হলো। এর আগে ১৮৭২ সালে ব্রিটেনকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্র।

আইএমএফের হিসাবে আরো বলা হয়েছে, ২০১৯ সালের মধ্যে চীনের অর্থনীতি ২৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। অন্যদিকে সে সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ২২.৩ ট্রিলিয়ন ডলার স্পর্শ করবে। অর্থাৎ সে সময়ে যুক্তরাষ্ট্রের চেয়ে ২০ শতাংশ বড় থাকবে চীনের অর্থনীতি।

চীনের পণ্যের দাম যুক্তরাষ্ট্রের তুলনায় সস্তা। ‘পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপি’ নামে পরিচিত পদ্ধতিতে পণ্য মূল্যে বিরাজমান এ বৈষম্যে সমতা এনে দুই দেশের অর্থনীতি সংক্রান্ত এ হিসাব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির শীর্ষ অবস্থান থেকে যুক্তরাষ্ট্রকে হটিয়ে দেওয়ার এ ঘটনা বিশ্ব অর্থনীতিতে একটি প্রতীকি মুহূর্ত হয়ে থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।