শেয়ার দিয়ে এনআরবি ব্যাংকের ঋণ পরিশোধ করলো সুহৃদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮

এনআরবি ব্যাংকের কাছ থেকে নেয়া ঋণের অর্থ শেয়ার দিয়ে পরিশোধ বা সমন্বয় করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ। শেয়ারের বিনিময়ে সুহৃদ ইন্ডাস্ট্রিজ এনআরবি ব্যাংকের ৯ কোটি ৭৩ লাখ টাকা ঋণ সমন্বয় করেছে।

এই ঋণ সমন্বয় করতে ব্যাংকটিকে সুহৃদের সাবেক তিন কর্মকর্তার ২৬ লাখ শেয়ার দেয়া হয়েছে বলে মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, এনআরবি ব্যাংকের কাছ থেকে নেয়া ৯ কোটি ৭৩ লাখ টাকা ঋণের গ্যারান্টার ছিলেন সাবেক কর্মকর্তা জাহিদুল হক, আনিস আহমেদ ও সায়েদা সায়মা আক্তার। এই ঋণ সমন্বয় করতে তাদের ২৬ লাখ শেয়ার দেয়া হয়েছে এনআরবি ব্যাংককে।

শেয়ারের বিনিময়ে ঋণ সমন্বয় করায় সুহৃদ ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের জন্য এনআরবি ব্যাংকের খরচ হয়েছে ৩৭ টাকা ৪২ পয়সা। অথচ মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে সুহৃদ ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৩ টাকা ১০ পয়সা। সে হিসাব বর্তমান বাজার দরের থেকে সুহৃদের প্রতিটি শেয়ারের জন্য এনআরবি ব্যাংকের ১৪ টাকা ৩২ পয়সা বেশি দিতে হয়েছে।

এমএএস/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।