কেয়ার চেয়ারম্যান-এমডি ও দুই পরিচালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় কেয়া কসমেটিকসের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুই পরিচালককে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জরিমানা করা সংক্রান্ত এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, কেয়া কসমেটিকস কর্তৃপক্ষ সঠিক সময়ে প্রান্তিক হিসাব জমা দিতে ব্যর্থ হয়েছে। এতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন হওয়ায় কোম্পানিটির চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান, ব্যবস্থাপনা পরিচালক খালেদা পারভিন এবং পরিচালক মাসুম পাঠান ও তানসিন কেয়াকে এক লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এমএএস/এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।