জ্ঞানভিত্তিক শিল্পায়নে আসছে আইপি পলিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮

জ্ঞানভিত্তিক শিল্পায়নের লক্ষ্য অর্জনে শিল্প মন্ত্রণালয় একটি মেধাসম্পদনীতি (আইপি পলিসি) প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম।বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) আয়োজিত এক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিল্পসচিব বলেন, বিশ্বায়নের ফলে ব্যবসা-বাণিজ্যের পরিধি অবারিত হয়েছে। এতে করে আন্তর্জাতিক বাজারে পণ্য রফতানি ক্রমেই তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। এ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিশ্বব্যাপী অ্যাক্রেডিটেশনের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। বাংলাদেশেও বেসরকারিখাতের রফতানি সক্ষমতা বাড়াতে অ্যাক্রেডিটেড ল্যাবরেটরির সংখ্যা বাড়ছে।

এ ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে বিএবি’র লিংকেজ শক্তিশালী করার জন্য সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শ দেন তিনি।

মো. আবদুল হালিম আরও বলেন, পণ্যের গুণগত মানোন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য আইন প্রয়োগের ধারণা থেকে বেরিয়ে এসে কমপ্লায়েন্স পালনে শিল্প কারখানাকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে বেসরকারি খাতের অবদানে ইতোমধ্যে ৮২ শতাংশে উন্নীত হয়েছে। ব্যবসায়িক সাফল্য পেলে শিল্প উদ্যোক্তারা নিজস্ব প্রয়োজনেই অ্যাক্রেডিটেশনের গুরুত্ব অনুধাবন করবে।

জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিএবি প্রশিক্ষিত অ্যাসেসর ও কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ বৃদ্ধির তাগিদ দেন তিনি। এর ফলে বিএবি’র পাশাপাশি প্রশিক্ষণার্থীরাও অ্যাক্রেডিটেশন সম্পর্কিত নতুন নতুন বিষয়ে জানার সুযোগ পাবেন বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, তিনদিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন এবং স্ট্যান্ডার্ড বিষয়ে ২০০৫ থেকে ২০১৭ পর্যন্ত সংযোজিত নতুন নতুন বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেয়া হয়। এতে দেশের সরকারি-বেসরকারি ২৫টি টেস্টিং, ক্যালিব্রেশন ল্যাবরেটরি, ও মেডিক্যাল ল্যাবরেটরি, সনদ প্রদানকারী প্রতিষ্ঠান এবং পরিদর্শন সংস্থায় কর্মরত ২৫ জন অ্যাসেসর ও কারিগরি বিশেষজ্ঞ অংশ নেন। এ প্রশিক্ষণ বাংলাদেশে বিদ্যমান দেশিয় ও বহুজাতিক ল্যাবরেটরির পরীক্ষণ পদ্ধতির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রশিক্ষণার্থী ও বিএসটিআই এর পরিচালক শামীম আরা বেগম এবং নূর আলম বক্তব্য দেন।

এসআই/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।