ভিশনের পণ্য কিনে রাশিয়া ভ্রমণের সুযোগ পেলেন ৯০ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

‘ভিশন উত্তেজনায় উত্তাল বিশ্বকাপ, ঘুরে আসুন রাশিয়ায়’ ক্যাম্পেইনের ৯০ বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিশন-এর পণ্য কিনে তারা এখন রাশিয়া ঘুরে আসার সুযোগ পাচ্ছেন।

বুধবার রাজধানীর বাড্ডায় আরএফএল-এর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এ সময় তিনি পুরস্কার বিজয়ীদের ভিশন পণ্যে আস্থা রাখায় ধন্যবাদ জানান।

ভিশন ইলেকট্রনিক্সের মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ বলেন, ‘রাশিয়া বিশ্বকাপকে কেন্দ্র করে টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা বেড়ে যায়। আমরা বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলতে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাশিয়া ক্যাম্পেইন চালু করি। গুণগত মান ও দাম সাধ্যের মধ্যে হওয়ায় আমাদের দেশীয় ব্র্যান্ড ভিশন ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়।’

Vision

তিনি আরও বলেন, ‘টেলিভিশন, ফ্রিজ, এসি, রাইস কুকার, বেন্ডার, ওভেন, কেটলি, ইনডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, রুটি মেকার, রুম হিটার, আয়রন, ফ্যানসহ ভিশনের নানা ধরনের হোম অ্যাপলায়েন্স পণ্য রয়েছে। ক্রেতাদের চাহিদা ও ভবিষ্যৎ বাজার সৃষ্টির লক্ষে আমরা মানসন্মত ইলেকট্রনিক্স পণ্য আনার চেষ্টা করছি।’

ভিশন ইলেকট্রনিক্সের হেড অব অপারেশন নুর আলম এবং মাহাবুবুর রহমানসহ ভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।