ডরিন পাওয়ারের ৭ পরিচালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮

ডরিন পাওয়ারের ৭ কর্মকর্তাকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১৯৯৫ সালের ইনসাইডার ট্রেডিং আইন না মানায় এ জরিমানা করা হয়।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

জরিমানার শিকার ব্যক্তিরা হলেন- স্বাধীন পরিচালক মাহতাব বিন আহমেদ, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আফরোজ আলম, সিনিয়র জিএম মোহাম্মদ ফজলে এলাহি খান, জিএম ইকবাল হোসাইন, সহকারী জিএম ও কোম্পানি সচিব মাসুদুর রহমান ভূইয়া, ডিজিএম ওয়াহিদুজ্জামান খান ও চৌধুরী ফারাহ নাজ সামিয়া।

এদের মধ্যে চৌধুরী ফারাহ নাজ সামিয়া এবং ওয়াহিদুজ্জামান খানকে ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। বাকি পাঁচজনকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এমএএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।