ফের সাড়ে পাঁচ হাজারের নিচে ডিএসইএক্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

টানা দরপতনের খপ্পরে পড়েছে দেশের শেয়ারবাজার। ফলে প্রতিদিনই কমছে মূল্যসূচক। রোববার পর্যন্ত টানা তিন কার্যদিবস দরপতন হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এমন দরপতনে এক মাস পর আবারও সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স।

মূল্যসূচক পতনের পাশাপাশি এদিন ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৬৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। সে হিসাবে লেনদেন কমেছে ২৬০ কোটি ৫১ লাখ টাকা।

লেনদেনের পাশাপাশি এদিন বাজারটিতে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃহস্পতিবারের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমছে ২১৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

এদিকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের (বৃহস্পতিবার) তুলনায় ৩৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ফলে গত ১৬ আগস্টের পর ডিএইএক্স আবারও সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে নামলো। ১৬ আগস্ট লেনদেন শেষে ডিএসইএক্স ছিল ৫ হাজার ৪৬৭ পয়েন্টে। এরপর রোববারের আগ পর্যন্ত লেনদেন হওয়া ১৬ কার্যদিবসের মধ্যে আর সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে নামেনি সূচকটি।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি রোববার অপর দুটি মূল্যসূচকেরও পতন হয়েছে। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ৯১১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় প্রায় তিন হাজার কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে ডিএসই। দিনের লেনদেন শেষ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৩৮১ কোটি টাকা। যা আগের কার্যদিবস শেষে ছিল ৩ লাখ ৯৩ হাজার ৩০ কোটি টাকা। অর্থাৎ বাজারটির বাজার মূলধন কমেছে ২ হাজার ৬৪৯ কোটি টাকা।

টাকার অংকে এদিন ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে কেপিসিএলের শেয়ার। আজ কোম্পানিটির ৬১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাকটিভ ফাইনের শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ৬২ লাখ টাকার। ৩৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গার বিডি।

লেনদেনে এরপর রয়েছে- ইফাদ অটোস, বিবিএস কেবলস, পেনিনসুলা চিটাগাং, আমান ফিড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল এবং শাশা ডেনিম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৭৪ পয়েন্ট কমে ১০ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

এমএএস/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।