বুধবার বেনাপোল যাচ্ছেন এনবিআর চেয়ারম্যান
রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ও রাজস্ব সংলাপে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বুধবার সকালে বেনাপোল কাস্টম হাউজে যাচ্ছেন।
জাতীয় রাজস্ব বোর্ড ও বেনাপোল কাস্টম হাউজ এ সংলাপের আয়োজন করেছেন। ২০১৫-১৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন ও আমদানি-রফতানির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা দূর করার জন্য এ রাজস্ব সংলাপ আয়োজন করা হচ্ছে বলে কাস্টম সূত্রে জানা গেছে।
এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় বেনাপোল কাস্টমস হাউজ ক্লাবে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ শহীদুল ইসলাম, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এমএম মনির-উজ-জামান, যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. জামাল হোসেন, যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, যশোর পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রমুখ। রাজস্ব সংলাপে সভাপতিত্ব করবেন বেনাপোল কাস্টম হাউজের কমিশনার এএফএম আব্দুল্লাহ খান।
মো. জামাল হোসেন/এসএস/এমআরআই