ন্যাশনাল হাউজিং ছাড়ছেন রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফিন্যান্সের পরিচালক সৈয়দ আলী জহর রিজভী তার কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রি করে দেবেন।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের সব শেয়ার বিক্রি করে দেয়ার ঘোষণা দেন।

ডিএসই জানিয়েছে, সৈয়দ আলী জহর রিজভী ইতিমধ্যে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। পরিচালক পদ থেকে পদত্যাগেরর পর তিনি কোম্পানিটির সব শেয়ার বিক্রির ঘোষণা দিলেন।

ডিএসই জানিয়েছে, সৈয়দ আলী জহর রিজভীর কাছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ২৮ লাখ ৮৪ হাজার ৮৬০টি শেয়ার রয়েছে। এই শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজার দরে তিনি বিক্রি করে দেবেন।

এমএএস/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।