ছুটছে লোকসানি নর্দার্ন জুট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮

বড় অংকের লোকসানে থাকলেও ১৪ কার্যদিবসের ব্যবধানে পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ন জুটের শেয়ারের দাম বেড়েছে ১১০টাকা। এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এ জন্য বিনিয়োগকারীদের সতর্ক করতে বুধবার তথ্যও প্রকাশ করেছে তারা।

ডিএসই জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ৪ সেপ্টেম্বর নর্দার্ন জুটকে নোটিশ পাঠানো হয়। জবাবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, আগস্ট মাসের ১২ তারিখ থেকেই নর্দার্ন জুটের শেয়ারের দাম টানা বাড়ছে। ১২ আগস্ট কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২৬০ টাকা। যা টানা বেড়ে ৪ সেপ্টেম্বর দাঁড়ায় ৩৭০ টাকা। অর্থাৎ ১৪ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩৭০ টাকা।

এই দাম বাড়ার প্রেক্ষিতেই কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই থেকে। এরপর কোম্পানি কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বিনিয়োগকারীদের সতর্ক করতে তথ্য প্রকাশ করেছে ডিএসই।

জানা গেছে শেয়ারের এমন অস্বাভাবিক দাম বাড়লেও প্রতিষ্ঠানটি মোটা অংকের লোকসানে রয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৩ টাকা ৯৩ পয়সা। আর ২০১৭ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি লোকসান করেছে ১০ টাকা ৩৮ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী নর্দার্ন জুটের মোট শেয়ারের মাত্র ১৫ দশমিক ২৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি ৮৪ দশমিক ৭৩ শতাংশই রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

এমএএস/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।