শেয়ারবাজারে লেনদেন হবে না রোববার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ৩০ আগস্ট ২০১৮

দেশের শেয়ারবাজারে আগামী ২ সেপ্টেম্বর ( রোববার) কোনো লেনদেন হবে না। হিন্দু সম্প্রদায়েল ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে এ দিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

ডিএসইর পাবলিকেশন ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুর রহমান জানান, জন্মাষ্টমী উপলক্ষে রোববার সারা দেশে সরকারি ছুটি থাকবে। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি অফিস, ব্যাংক ও বীমার কার্যক্রম বন্ধ থাকবে।

সরকারি নির্দেশনা মেনে শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। জন্মাষ্টমীর ছুটির পর ৩ সেপ্টেম্বর যথানিয়মে শেয়ারবাজারের লেনদন শুরু হবে।

এমএএস/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।