ভারতীয় ভিসা প্রসেসিং ফি জমা দেয়া যাবে প্রিমিয়ার ব্যাংকে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ এএম, ২১ আগস্ট ২০১৮

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় টাকা জমা নেয়ার জন্য সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং এসএসএল ওয়্যারলেস একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি স্বাক্ষরের ফলে এখন থেকে দেশের সকল ভারতীয় ভিসা আবেদনকারীরা প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে ভিসা আবেদনের টাকা জমা দিতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার চৌধুরী, কর্পোরেট ব্যাংকিং হেড নিয়ামত উদ্দিন আহমেদ, ব্র্যান্ড মার্কেটিং এবং পিআর হেড মো. তারেক উদ্দিন এবং ইউনিট-ক্যাশ ম্যানেজমেন্ট ও পে-রোল হেড মো. সারোয়ার হাসান। এসএসএল এর পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার আশিস চক্রবর্তী এবং ব্যাংকিং ও ফিন্যান্সিয়াল সার্ভিস হেড সাউদ বিন জাহান।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।