৪৫ দিনে ১১ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৪ আগস্ট ২০১৮

চাহিদার তুলনায় বাজারে সরবরাহে ঘাটতি থাকায় বৈদেশিক মুদ্রা ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরে দেড় মাসে ১১ কোটি ডলার বিক্রি করেছে এ নিয়ন্ত্রণ সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, অর্থবছরের শুরু থেকে ১৩ আগস্ট পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে ১১ কোটি ডলার বিক্রি করা হয়েছে। গত অর্থবছর বিক্রি করা হয় আরও ২৩১ কোটি ডলার। এরপরও গত এক বছরে ডলারের দর ৪ শতাংশ বেড়ে ৮৩ টাকা ৭৫ পয়সায় উঠেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ৩২ বিলিয়ন ডলারের ঘরে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা বিরাজ করছে। মূলত আমদানি চাপ বেড়ে যাওয়ায় এটি সৃষ্টি হয়েছে। এটি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকে সুনির্দিষ্ট প্রদক্ষেপ নিতে হবে। শুধু ডলার বিক্রি করে চাপ কমানো- এটি প্রকৃত সমাধান নয়। এ ক্ষেত্রে কীভাবে রেমিট্যান্স, এক্সপোর্ট বাড়ানো যায়, ইমপোর্ট কামনো যায় এ বিষয়ে সঠিক কিছু কৌশল নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের করা হালনাগাদ প্রতিবেদনে তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছর শেষে দেশের বাণিজ্য ঘাটতি গত অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। গত অর্থবছরে দেশের পণ্য ও সেবা উভয় বাণিজ্যেই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৮২৫ কোটি ৮০ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৫৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে ২০১৬-১৭ অর্থবছর শেষে যার পরিমাণ ছিল ৯৪৭ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে বাণিজ্যেই ঘাটতির ৯২ দশমিক ৭৬ শতাংশ।

এসআই/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।