শ্রমিক কল্যাণে লাফার্জ সুরমা দিয়েছে ১ কোটি ২৮ লাখ


প্রকাশিত: ১১:৪২ এএম, ০৮ আগস্ট ২০১৫

বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিলে ১ কোটি ২৮ লাখ টাকা দিয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। ৩১ ডিসেম্বর ২০১৪ সালের লভ্যাংশ থেকে এ অর্থ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লাফার্জ সুরমার সিমেন্ট লিমিটেডের এক্সিকিউটিভ কান্ট্রি কমিউনিকেশন কর্মকর্তা নাফীজ করিম।

সম্প্রতি সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে লভ্যাংশের চেক হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির ফিন্যান্স ডিরেক্টর মাসুদ খান। এসময় শ্রম সচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এম ফয়জুর রহমান, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের কমিউনিকেশন ডিরেক্টর শামারুখ ফখরুদ্দীন এবং এইচআর ডিরেক্টর মিজানুর রহমান সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই/এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।