গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৬ আগস্ট ২০১৮

হোল্ডারদের জন্য ৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মিউচ্যুয়াল ফান্ডাটির ট্রাস্টি চলতি বছরের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর।

এ বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে এই মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ৯৫ পয়সা। আর বাজার মূল্যে ইউনিটপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা এবং ক্রয়মূল্য ইউনিটপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ১ পয়সা। চলতি বছরের ৩০ জুন শেষে মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১ টাকা ৭৮ পয়সা।

এমএএস/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।